দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিল গেটসকে গ্রেপ্তারের দাবি তুলেছেন নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং #ArrestBillGates হ্যাশট্যাগটিও। তবে এই গ্রেপ্তারির দাবি, বিল গেটস এবং তাঁর স্ত্রীর সংস্থা নাকি একটি এনজিওর সঙ্গে হাত মিলিয়ে ভারতে ছোট ছোট আদিবাসী মেয়েদের উপর বিনা অনুমতিতে একটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে।
ভারতের একটি জার্নাল একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, তেলেঙ্গানার খাম্মামে ১৪ হাজারেরও বেশি আদিবাসী মেয়ের উপর ২০০৯ সালে দুই ধরনের HPV ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হয়েছিল। এই মেয়েদের প্রত্যেকের বয়স ছিল ১০ থেকে ১৪ বছর। ট্রায়ালটি করেছিল সিয়াটেলের NGO PATH (Program for Appropriate Technology in Health) নামে একটি সংস্থা। যার সঙ্গে সরাসরি যুক্ত ছিল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ক্নিনিক্যাল ট্রায়ালের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ওই মেয়েদের বা তাদের পরিবারকে কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১০ সালে সামা নামে দিল্লির একটি এনজিও একটি রিপোর্টে বিল গেটসের সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি আনে। সূত্রের খবর, ট্রায়ালের পর আদিবাসী মেয়েদের অন্তত ১২০ জন অসুস্থ হয়ে পড়েছিল।
সম্প্রতি সেই খবর সামনে আসায় বিল গেটসকে গ্রেপ্তারির দাবি তোলা হয়েছে।