দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার প্রভাবে বেসামাল দেশের অর্থব্যবস্থা। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে এই বছরও রেপো রেট ও রিভার্স রেপো রেট একই রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীর্ষ ব্যাঙ্ক চলতি বছরের জন্য পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আগামী অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ। অর্থনৈতিক বৃদ্ধির হার কমানোর পরের দিনই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানান, জুন থেকে আবার ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। জুলাই থেকে অর্থনীতিতে গতি।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেন, করোনা প্রভাবের কারণে এই অর্থবর্ষে বৃদ্ধির হার কমিয়ে ৯.৫ শতাংশ করা হয়েছে। প্রথম কোয়ার্টারের পর থেকে ভারতের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। ভারতের অর্থনীতি তারপরে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
দেশে পেট্রোল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। সেই প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেন, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের অবশ্যই কিছু করা উচিত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সরকারেরও দায়িত্ব আছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, মহামারীর ধাক্কায় দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৭.৩ শতাংশ। ভালো বর্ষা হলে কৃষি ক্ষেত্র থেকে অর্থনীতির পুনরুজ্জীবন সম্ভব।