দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার প্রথম স্রোতে শহর গুলিতে সর্বাধিক প্রভাব ছিল। কিন্ত করোনার এই দ্বিতীয় ওয়েভে শহরের পাশাপাশি গ্ৰামীন অঞ্চল গুলিতে যথেষ্ট প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। বহু গ্ৰামীন চিকিৎসক ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে করোনা মোকাবিলার কাজে নিযুক্ত করতে শুরু করে স্বাস্থ্য দপ্তর। করোনা সচেতনতার সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়ে ছিল সরকার। তবে এরপর অভিনয় জগতের বহু ব্যক্তিবর্গ প্রচারে নেমে ছিলেন। সাধারন মানুষের সুবিধার্থে সচেতনতার প্রচারে এগিয়ে এলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
বিশেষ সংস্থা , দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স উদ্যোগ নিয়ে ‘করোনা কো হারানা হ্যা’, যুক্ত হয়েছেন অক্ষয়। সাধারন মানুষ কে সচেতন করার কাজ করছেন অক্ষয়।
করোনা আটকাতে কী কী করা উচিতন ও সেই সঙ্গে টীকা নেওয়া হয়ে গেলেও কীভাবে আচরনবিধি মেনে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে।
করোনার পরিস্থিতিতে অক্সিজেনের সমস্যা সমাধানের চেষ্টায়, টুইঙ্কল খান্নার সঙ্গে একটি সংস্থাকে ১০০ টি অক্সিজেনের কনসেনট্রেটর ও দান করেছিলেন। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত ত্রান তুলে দিয়েছিলেন। বর্তমানে অক্ষয় কুমারের কোভিড সচেতনতা মূলক পোস্ট যথেষ্ট সারা জাগিয়েছে।