দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:”করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় যদি পিৎজা পৌঁছে দেওয়া যায়, তবে রেশন নয় কেন?’’–আপ সরকারের “ঘর ঘর রেশন যোজনা” বন্ধ করে দেওয়ায় এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দিল্লি বাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সব ঠিক থাকলেও প্রকল্প চালু করার মাত্র দুদিন আগে কেন্দ্রীয় সরকারের আপত্তিতে থমকে যায় প্রকল্পের কাজ। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল একটি সাংবাদিক বৈঠকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কেজরিওয়াল বলেছেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে হাত জোর করে বলছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।’’
সেইসাথে কেন্দ্রের কাছে এদিন তিনি আর্জি জানান “গরীবদের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ৈর প্রকল্প বন্ধ করবেন না। আমায় অনুমতি দিন। এই ক্ষেত্রে রাজনীতি আনবেন না দয়া করে।”জানা গেছে আপ সরকারের এই প্রকল্পের মাধ্যমে দিল্লির ৭০ লক্ষ রেশন কার্ডের ধারককে চাল ও আটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যার জন্য সমস্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।
উল্লেখ্য আপ সরকারের এই প্রকল্প আটকে দেওয়ার কারণ হিসাবে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে এই প্রকল্প চালু করার জন্য কেন্দ্রের থেকে কোনো অনুমতি নেয়নি আপ সরকার। তবে কেন্দ্রের অভিযোগ উড়িয়ে দিয়ে কেজরিওয়াল পাল্টা দাবি করে জানিয়েছেন, “আইনত এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতি নিতে বাধ্য নয় দিল্লি সরকার তবুও আমরা সৌজন্যের খাতিরে একাধিকবার কেন্দ্রের অনুমতি নিয়েছিলাম।” এছাড়া তিনি জানান কেন্দ্রের তরফে প্রথমে অনুমতি দেওয়া হলেও প্রকল্প শুরুর মাত্র দুদিন আগে একেবারে শেষ মুহুর্তে তা বাতিল করা হয়। সেইসাথে এদিন কেজরিওয়াল অভিযোগ করেছেন দিল্লিজুড়ে ছড়িয়ে থাকা রেশন মাফিয়াদে কথাতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে ।
অন্যদিকে কেজরিওয়ালের এই অভিযোগ নাকচ করে , দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালি জানিয়েছেন, দুয়ারে রেশনপ্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে।