দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পুণের এক সংস্থার রাসায়নিক কারখানায় অগ্নি কাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন। পুণের উড়ওয়াডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত এসভিএস অ্যাকুয়া ফার্মে এই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। এই দিন বিকেলে আগুন লাগে। এই ঘটনার খবর জানতে পেরে , সেখানে যায় পুলিশ ও দমকল। সেখানে ১৭ জনের মতো আটক রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে সেখানে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
এই ঘটনা প্রসঙ্গে পুণের এসপি অভিনব দেশমুখ বলেন , সেই কারখানায় ১৭ জন কর্মী আটকে রয়েছেন। তাঁদেরকে উদ্ধার করার চেষ্টা করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আটকে পড়া কর্মীদের মধ্যে আছে অনেকেই মহিলা।
এসভিএস অ্যাকুয়া ফার্মে জল সুদ্ধিকরণের জন্য ক্লোরিন ট্যাব উৎপাদন হত। সকালে ৪১ জন সেখানে কাজ করতে যান। এদের মধ্যে ইতিমধ্যেই ১২ জন মারা গিয়েছেন। বাকি আটকে থাকা কর্মীদের মধ্যে ১৫ জন মহিলা বলে জানা গিয়েছে। কারখানার কর্তৃপক্ষ জানাচ্ছে , সুরক্ষা কমিটি আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।