দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নতুন ডিজিটাল আইন আনতেই কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন তৈরি হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কস সাইট গুলির। প্রথম থেকেই অনড় অবস্থান ছিল টুইটারের। কিন্তু এবার এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে টুইটার।
আজ টুইটারের তরফে জানানো হয়েছে, নয়া ডিজিটাল আইন মেনে চলার সব রকম করা হচ্ছে। আর এক সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি সম্পর্কে আপডেট কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের এই নিয়মের গুরুত্ব তাঁরা বুঝেছেন খুব তাড়াতাড়ি এই নিয়ম অনুযায়ী কাজ শুরু হবে।
আসলে গত ২৫ ফেব্রুয়ারি এই নয়া আইনের নির্দেশিকা পাঠানো হয়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যে জেরে বেশ কিছু সমস্যার মুখোমুখি হওয়ার কারণে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এ বিষয়ে সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা সম্ভব হয়নি। কিন্তু এবার আর এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে সরকারকে জবাব দেবে টুইটার।