দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা চিকিৎসার ঔষধ , প্রতিষেধক এবং অন্যান্য উপকরণের উপরে জিএসটি কমানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় ওষুধ, কিছু হাসপাতালের সরঞ্জাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের উপর ট্যাক্স কমানো হয়েছে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের জন্যে ব্যবহৃত ওষুধে লাগবে না কোনো প্রকার ট্যাক্স। GST কাউন্সিলের ৪৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় , ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টোকিলিজুমাব এবং আম্ফোটেরিকিন বি এর মতো ওষুধের জন্য কোনও কর লাগবে না। তাপমাত্রা দেখার সরঞ্জামে কর কমিয়ে ৫ শতাংশ। তবে ভ্যাকসিনের উপর ৫ শতাংশ জিএসটি থাকলো। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, যে সমস্ত উপাদানের উপর ছাড় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে আগামীকালই জারি করা হবে। ছাড় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত থাকবে। পরবর্তী জিএসটি কাউন্সিলের ৪৫ তম বৈঠক একই দিনে অনুষ্ঠিত হবে।
করোনার ভ্যাকসিনে জিএসটি মকুব করার দাবি ক্রমেই তীব্র হচ্ছিল, তবে কাউন্সিল করোনার ভ্যাকসিনের উপর ৫% হারে জিএসটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে রেমডেসিভিরের জিএসটি হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বিরোধী শাসিত রাজ্য গুলি চাইছিল করোনা টিকার জিএসটি ৫% থেকে শূন্যে নামানো হোক। কারণ, রাজ্যকেই ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের জন্য প্রতিষেধক কিনতে হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, সকলের জন্য প্রতিষেধক কেন্দ্র কিনবে। তা হলে মোদী সরকারই ঠিক করুক, তারা কতটা জিএসটি মেটাতে চায়।