দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:মাওবাদী দমনে এবার বড়সড় সাফল্য পেল অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড বাহিনী।আজ অর্থাৎ বুধবার সকালে এই মাওবাদী দমন বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ৬ নকশাল। উল্লেখ্য মাম্পা পুলিশ থানার অন্তর্গত থিগালামেত্তা জঙ্গলে এদিন অন্ধ্রপ্রদেশ পুলিশের এই বিশেষ মাওবাদী দমন বাহিনী হামলা চালায়।
গোপন সূত্রে আগেই খবর পেয়েছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। এরপর আর দেরি না করে তাঁরা মাওবাদী দমনে অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ টিম গ্রেহাউন্ড বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়।গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করতেই ততক্ষণে পুলিশের উপস্থিতি টের পেয়ে যায় মাওবাদীরা। গুলি ছুঁড়তে শুরু করে তারা। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে এক মাও কম্যান্ডা-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।জানা গেছে তাদের মধ্যে একজন মহিলা মাওবাদীও রয়েছে।পুলিশ সূত্রে খবর, এনকাউন্টার চলাকালীন বহু মাওবাদী গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে ।গ্রেহাউন্ড বাহিনীর সদস্যরা তাদের খোঁজে হেলিকপ্টারে চেপে নজরদারি চালাচ্ছেন ।
আরও পড়ুন:সাম্প্রদায়িক সদ্ভাবের অনন্য নজির: হাতে হাত মিলিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন শিখ-হিন্দুরা
জানা গেছে নিহতদের মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে রাইফেল, একটি এসএলআর, একটি কারবাইন, তিনটি থ্রি নট থ্রি রাইফেল এবং একটি তপনচা উদ্ধার করা হয়েছে। তাই প্রাথমিকভাবে , পুলিশছর অনুমান বড়সড় হমলার ছক কষছিল তারাসেই উদ্দেশ্যেই তারা এদিন গভীর জঙ্গলে জড়ো হয়েছিল।