29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    করোনা আবহে মোরাটরিয়ামে থাকা ঋণ স্থগিত নিয়ে কেন্দ্রের পদক্ষেপ জানতে চাইল সুপ্রীম কোর্ট

    করোনা মহামারী ও লকডাউন আবহে ব্যক্তিগত স্তরে ঋণ মকুব নিয়ে আজ সুপ্রীম কোর্ট কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুস্পষ্ট জবাব তলব করল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত খানিকটা ভর্ৎসনার সুরেই কেন্দ্রকে বলেছে, “আপনারা রিজার্ভ ব্যাঙ্কের পিছনে লুকোতে পারেন না। শুধু ব্যবসায়িক স্বার্থ দেখলেই চলবে না। ব্যক্তি ঋণ মকুবের ক্ষেত্রে আপনাদের অবস্থান কী। আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অবস্থান স্পষ্ট করুন।”

    উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর থেকে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক সংস্থাগুলোকে এবং ব্যক্তিগত স্তরে ব্যাঙ্ক ঋণ দান (ইএমএএআই প্রদান) ৩১ অগাস্ট পর্যন্ত স্থগিত রাখতে ব্যাংক গুলোকে অনুমতি দিয়েছিল। কিন্তু এই প্রক্রিয়া কার্যকর হওয়ার ফলে ব্যাঙ্কের কোষাগারে চাপ পড়ছে রোজ। ব্যাঙ্কের তরফে এমন অভিযোগ ও জানানো হয়েছে।

    অন্যদিকে মোরাটোরিয়াম পর্বে স্থগিত ঋণের সুদ মকুব করতে শীর্ষ আদালতে একটিমামলা ঠোকা হয়েছিল। আজ সেই মামলার শুনানিতেই এদিন কেন্দ্রকে এমন ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছেন, ” মানুষের এই দুর্গতি তৈরি হয়েছে কারণ আপনারা লকডাউন করেছিলেন। আপনাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে: কিভাবে এই বিপর্যয় মোকাবিলা এবং কীসের স্বার্থে ঋণ মকুবের পরিকল্পনা নেওয়া হয়েছে?”

    বিচারকের এই বেঞ্চের প্রশ্নের উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, “সবাইকে একছাতার তলায় এনে সুবিধা দেওয়া সম্ভব নয়।” এই সওয়ালের পাল্টা হিসেবে বিচারপতি এম আর শাহ বলেছেন, “সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। আপনার(কেন্দ্রের)লকডাউন দ্বারা সমস্যাটি তৈরি করা হয়েছে। এটাও ব্যবসা সম্পর্কে বিবেচনা করার সময় নয়। জনগণের দুর্দশাও বিবেচনা করতে হবে।”

    প্রসঙ্গত, জুন মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে এবং কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে অনুমোদিত ছয় মাসের স্থগিতাদেশের সময় ইএমআই-এর উপর সুদ নেওয়ার বিষয়ে অবস্থান নিতে বলে। আজ পূর্বের দাখিল করা পিটিশনের শুনানির সময়, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে সরকার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কে সামনে রেখে নিশ্চুপ এবং তারা এখনো সেই পিটিশনের জবাব দাখিল করেনি। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ ১’ লা সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য বিষয়টি স্থির করেছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...