দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অধিকাংশ করোনা পজিটিভ ভারতীয়, যারা সংক্রমণের কবলে পড়ার আগে ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন, তাঁরা সবাই ডেল্টা প্রজাতির দ্বারা সংক্রমিত হয়েছিলেন। এই হার প্রায় ৮৬ শতাংশ। ICMR-এর নয়া সমীক্ষায় এমন চাঞ্চল্যকর তথ্যই মিলেছে।
টিকাকরণের পর সংক্রমণের মতো বিষয় নিয়ে ICMR-এর সমীক্ষা হল প্রথম। সমীক্ষার ফলেই প্রকাশ, দেশে অন্যান্যদের তুলনায় টিকা প্রাপ্তরা বেশি করোনার ডেল্টা প্রজাতির দ্বারা সংক্রমিত হয়েছেন। তবে মৃত্যুর হারের নিরিখে বিচার করলে দেখা গিয়েছে, করোনার টিকা প্রাপকদের মধ্যে মৃত্যুর হার কম।


৬৭৭ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। প্রত্যেকেই করোনা পজিটিভ ছিলেন। এঁদের মধ্যে ৭১ জন কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন, আর বাকি ৬০৪ জন নিয়েছিলেন কোভিশিল্ডের ডোজ। দু’জন নিয়ে ছিলেন সিনোফার্ম ভ্যাকসিন। টিকাপ্রাপকদের মধ্যে মাত্র তিন জনের মৃত্যুর খবর পরে মিলেছিল।
আরও পড়ুন: যারা বিজেপিকে ভয় পাচ্ছেন , তারা চলে যান , শীর্ষ নেতাদের কড়া বার্তা রাহুলের
কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সিংহভাগই অর্থাৎ ৮৬.০৯ শতাংশই সংক্রমিত হয়েছিলেন ডেল্টা ভ্যারিয়েন্টে। এর মধ্যে ৯.৯ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসার প্রয়োজন হয়েছিল।মৃত্যুর হার ছিল মাত্র ০.৪ শতাংশ।
দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। মহারাষ্ট্র, কেরল, গুজরাট, উত্তরাখণ্ড, কর্নাটক, মণিপুর, অসম, জম্মু-কাশ্মীর, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পণ্ডিচেরি, নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু।