দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর এবার চলতি বছরে ICSE, ISC’র ফলাফল প্রকাশিত হল।আজ দুপুর ৩টে নাগাদ ফলাফল ঘোষণা করল কাউন্সিল। ওয়েসবাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। results.cisce.org – ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ISCE-ISC’র ফল। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ICSE পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ছিল ২ লক্ষ ১৯ হাজার ৪৯৯ জন। SC পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ছিল ৯৮ হাজার। ICSE-তে দেশজু়ড়ে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ISC-তে পাশের হার ৯৯.৭৬ শতাংশ।পশ্চিমবঙ্গতে ICSE-তে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পাশাপাশি ISC-তে পাশের হার ৯৯.৬৩ শতাংশ। অন্যান্য সব বোর্ডের মত করোনা কালে মেধা তালিকা প্রকাশ করা হবে না। জানিয়ে দেওয়া হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে।


দেশজুড়ে করোনা পরিস্থিতিতে জারি থাকায় ফাইনাল পরীক্ষা লিখিত আকারে হয়নি। নবম শ্রেণির পরীক্ষার ফলাফল এবং দশমের শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফলাফল যোগ করে চূড়ান্ত নম্বর দেওয়া হয়েছে। আবার দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে চূড়ান্ত মার্কশিট। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। আজ ২৪ জুলাই তা প্রকাশিত হল। তবে CBSE’র দশম ও দ্বাদশের ফলাফল কবে প্রকাশিত হবে ? অবশ্য এখনও জানানো হয়নি।