দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে সুখবর। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অনুষ্কার শর্মা’র কোলে আসছে সন্তান। আজ, বৃহস্পতিবার সকালে কোহলি নিজেই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন। আইপিএল শুরুর আগে কোহলি এমন সুখবর পৌছালেন ভক্তদের কাছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, তাঁদের জীবনে নতুন অতিথি এলে তাঁরা আনন্দের সঙ্গে সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানাবেন। কথা রেখেছেন দম্পতি। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে অনুষ্কার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন বিরাট। টুইটারে লিখেছেন “দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। আগামী ২০২১ এর জানুয়ারিতে” সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই পোস্ট। এমন সুসংবাদে উৎসাহিত
নেটিজেনরা। তারা নিজেরা ফেসবুক ওয়াটসঅ্যাপের স্টোরিতে সেই ছবি পোস্ট করছেন।
তবে বিয়ের কয়েক মাস পর থেকেই অনুষ্কার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। সেই সময় নেটিজেনরাও উৎসাহিত ছিল। কিন্তু একাধিকবার বিরাট বা অনুষ্কাকে বিভিন্ন ফেক নিউজ-এর মোকাবিলা করতে হয়েছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। এমন সুখবরে উৎসাহিত সকল তারকারাই। সঙ্গে ভারতের ক্রিকেট টিম তথা বিরাটের সতীর্থরাও আনন্দ প্রকাশ করেছে।