দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মানুষ যেখানে মূলত ৮০ বছর বয়সেই বিছানা নেন, সেখানে এই পাঞ্জাবি মহিলা মন কর ১০১ বছর বয়সে ২০১৭-এর অকল্যান্ডে অনুষ্ঠিত World Masters Games-এ ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেন এবং প্রথম হন। ভারত সরকারের পক্ষ থেকে তাকে ‘নারিশক্তি’ সন্মান দেওয়া হয়।
মন কর ২০১৯ এ পোল্যান্ড এর প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে জেতেন। – শট পুট, ২০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার জাভেলিন ও ৬০ মিটার দৌড়।
শনিবার দেহত্যাগ করেন অদম্য এই স্পিন্টার। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়, ‘ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাকে হসপিটালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টা নাগাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন।’
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলো ভারতীয় ক্রিয়া মহল।
লেখা: শাল্মলী ভট্টাচার্য।