দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সংসদে বিরোধী দল গুলোর চাপে অস্বস্থিতে কেন্দ্র। অন্য দিকে এনসিপি প্রধান শরদ পাওয়ারের একের পর এক নরেন্দ্র মোদী-অমিত শাহের সাথে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক জল্পনা বাড়ছে। প্রসঙ্গত, আজ অমিত শাহের সঙ্গে দেখা করতে যান শরদ পাওয়ার। গত মাসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধীতায় শামিল ছিলেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার। কিন্তু এবার সেটা কোন পথে যাবে সেটা দেখার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিরোধী জোটের পক্ষে সায় দিয়েছিলেন শরদ। জোটের ক্ষেত্রে সংঘবদ্ধ নেতৃত্ব উপযুক্ত । পাশাপাশি তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যকংগ্রেসকে বাদ দিয়ে কোনো বিরোধী জোট তৈরীই হতে পারে না। তাঁর ঘনঘন মোদী অমিত শাহের সঙ্গে দেখা করা নিয়ে মহারাষ্ট্র রাজনীতিতে নতুন সমীকরণ তৈরীর সম্ভাবনাকে কিছুটা উস্কে দিচ্ছে। দিন কয়েক আগে আবার শোনা যাচ্ছিল তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। কিন্তু তিনি নিজেই জানিয়ে দেন সেরকম কিছুই হচ্ছে না।


তবে, মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করার কারণ জানিয়েছেন। মোদীর সাথে তিনি সমবায় মন্ত্রক নিয়ে কথা বলার জন্য দেখা করেছিলেন ও অমিত শাহের সঙ্গে দেখা করার কারণ হিসেবে তিনি বলেছেন যে, সমবায় চিনি কারখানা ফেডারেশনের পক্ষ থেকেই তিনি দেখা করতে গিয়েছিলেন। কথা হয়েছে, চিনির দাম বৃদ্ধি, জ্বালানিতে ইথানল মিশণ ইত্যাদি বিষয় নিয়ে। শরদের এই মুহূর্তে অমিত শাহের সঙ্গে দেখা বিরোধী মনোবলে কিছুটা আঘাত হানতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।