দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অকল্পনীয় হারে। প্রতিদিনই করোনায় আক্রান্তের কিছু না কিছু রেকর্ড তৈরি হচ্ছে দেশে আর সে রেকর্ড ভাঙ্গছে করোনা ভাইরাস নিজেই। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৭ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ১০৭৩ জনের।
কেন্দ্রীয় সরকারের মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে আমাদের দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭,৩৪২ জন। নতুন রেকর্ডে সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা ৩৩,৯২,২৯৫ জন। চিকিত্সার অধীনে রয়েছেন ৮,০৭,২৬৫ জন। সুস্থ হয়ে গিয়েছেন ২৫,৮৫,০৩০ জন। দেশে সুস্থতার হার ৭৬.২৪%।
বেশ কিছুদিন ধরেই দৈনিক সংক্রমণ রেকর্ড সংখ্যার পাশাপাশি ঘোরাঘুরি করছিল। আর তা ৬৫ থেকে ৭০ হাজারের মধ্যে। আপাতদৃষ্টিতে গত সোমবার এবং মঙ্গলবার সংক্রমণের সংখ্যা কমলেও বুধবার হটাত্ করেই সংক্রমণের মাত্রা আবার বৃদ্ধি পায়।
প্রসঙ্গত আরও ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। উত্তরোত্তর মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে । তবে দেশের একদিনের সংক্রমণ বৃহস্পতিবারে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। দেশের মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার। মৃতের হার ১.৮৩ শতাংশ।
প্রসঙ্গত দেশে সব চেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭,৩৩,৫৬৮ জন। মৃত্যু হয়েছে আরও ২৩,৪৪৪ জনের। তার পরেই রয়েছে দক্ষিণের তিন রাজ্য- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ দিন ধরে বিশ্বে একদিনে করোনায় সংক্রমণের তালিকায় সবার প্রথমে রয়েছে ভারত।
রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে, যে রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৭ জন। নতুন সংক্রমিত-সহ মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৭২ জন। এখনও পর্যন্ত ১ লক্ষ ২১ হাজার ০৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৩ হাজার ১৮৯ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড। ফলে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৯.৭৫ শতাংশ। রাজ্যে করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজারের কিছু বেশি।