দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্বাধীনতার ৭৫ বছরে দেশ অনেক এগিয়েছে। কিন্তু থেমে গেলে চলবে না। ১০০তম বর্ষে আমাদের সম্পূর্ণতার দিকে এগোতে হবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে আগামীর লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন আগামী বছর গুলি ভারতের জন্য ‘অমৃতকাল’। এই ‘অমৃতকালে’ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মাধ্যমে উন্নয়নের শীর্ষে পৌঁছে যেতে হবে।
২০৪৭ সালে দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে ততদিনে এমন এক ভারত তৈরি করা যাতে বিশ্বের সব ধরনের আধুনিক পরিকাঠামো প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে যাবে। লালকেল্লায় দাঁড়িয়ে মোদি বললেন, “আমাদের নতুন সংকল্প নিয়ে এগোতে হবে।


এখান থেকে আগামী ২৫ বছরের যাত্রা আমাদের নতুন ভারতের জন্য অমৃতকাল। এই সময়ে লক্ষ্য ভারত ও ভারতের নাগরিকদের জন্য সমৃদ্ধির নতুন শিখরে পৌঁছে দেওয়া। এমন এক ভারতের নির্মাণ যেখানে সরকার নাগরিকদের জীবনে অকারণে হস্তক্ষেপ করবে না। ভারতের নির্মাণ যেখানে বিশ্বের সব সর্বাধুনিক সুবিধা থাকবে।
তবে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, যে কোনও প্রকল্প বাস্তবায়নের জন্যই প্রয়োজন পরিশ্রম ও পরাক্রম। অমৃতকালে সার্বিক ভাবে সকলের প্রচেষ্টা এবং পরিশ্রম ছাড়া আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। আর এক মুহূর্ত সময় নষ্ট নয়, এখনই আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।