দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আমরা অনেকে ন্যানো কে সস্তার গাড়ি হিসেবে চিনি। কিন্তু বর্তমান সময়ে যে বাস্তব পরিস্থিতি তাতে গাড়ি কেনার সামর্থ্য নেই অনেকেরই। ‘একদিন সব ঘরে গাড়ি থাকবে’ এই স্বপ্নই দেখতেন জয়পুরের এক যুবক। আর সেই স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে ন্যানোর থেকেও সস্তার গাড়ি তৈরি করে ফেললেন জয়পুরের সেই যুবক।
জয়পুরের আজমেরের বাসিন্দা রবি পারোদা একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ঝালওয়ারের সরকারি কলেজে পড়াশোনা করেন তিনি। বাইকের ইঞ্জিন দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একটা আস্ত গাড়ি। আর এই সবকিছু করতে তাঁর খরচ হয়েছে মাত্র ৪০,০০০ টাকা। গ্রামের মানুষের কাছেও গাড়ি থাকবে এই স্বপ্নই দেখতেন রবি। শেষমেশ বানিয়ে ফেললেন তেমনই একটা স্বপ্নের গাড়ি। গাড়িটির টেস্ট রানও সেরে ফেলেন তিনি। তাঁর দাবি, গাড়িটির মাইলেজ ৫০ কিলোমিটার/লিটার। চার সিটের এই গাড়ির ইঞ্জিন ১৫০০ সিসি-র। গাড়িটি যাতে বায়ো-ফুয়েলে চলে আপাতত সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন পারোদা।
প্রসঙ্গত উল্লেখ্য,মধ্যবিত্তের ঘরেও থাকবে গাড়ি। আর সেই লক্ষ্যেই সবথেকে সস্তার গাড়ি সামনে আনে টাটা। যার নাম দেওয়া হয় ন্যানো। যদিও সেই গাড়ি তৈরি নিয়ে কম জলঘোলা হয়নি। বাংলায় কারখানা তৈরি করা হলেও প্রবল বিক্ষোভে এখানে আর গাড়ি তৈরি করতে পারেনি টাটা। সেই কারখানা চলে যায় গুজরাতে।সেখান থেকে বের হয় সবথেকে সস্তার গাড়ি। যদিও যে দাম বলা হয়েছিল সেই দামে দিতে পারেনি টাটা। বলা হয়েছিল গাড়িটির দাম হবে মাত্র ১ লক্ষ টাকা। কিন্তু গাড়িটি কেনার সময় সেটি প্রায় লাখখানেকের উপর পৌঁছে যায় দাম। ফলে ক্রমশ ন্যানোর বাজার পড়তে থাকে। আরও একটি সমস্যা হল যে গাড়িটির রক্ষণাবেক্ষণ। একাধিক অভিযোগ আসতে থাকে। বিক্রি কমতে থাকে। ফের একবার বাজার ধরতে টাটার তরফে গাড়িটির বেশ কিছু পরিবর্তন করা হয়। এছাড়া দাম বাড়িয়ে বেশ কয়েকটি আধুনিক মডেল নিয়ে আসা হয়, কিন্তু সেগুলিরও বাজারে বিক্রি খুব একটা বেশি নয়।