দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ZYCOV-D করোনা টিকাকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। এটি ১২ বছর ও তার ঊর্ধ্বের সব বয়সিরা নিতে পারবেন। করোনা সংক্রমন রুখতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এটিই বিশ্বের প্রথম DNA-ভিত্তিক করোনা টিকা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই টিকাটি।
ডিএনএ ভ্যাকসিনটি আহমেদাবাদের ফার্মা সংস্থা জাইডাস ক্যাডিলা তৈরি করছে। নাম জাইকোভ-ডি। জুলাই মাসে ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চায় সংস্থা। কিন্তু জাইকোভ-ডি-র ফেজ 3-র ট্রায়ালের প্রাথমিক ফলাফল অনুযায়ী এটির কার্যকারিতা ৬৬.৬ শতাংশ। প্রায় ৫০ টি স্থানে ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল হয়।
ক্লিনিকাল ট্রায়াল চলাকালীন কোনও স্বেচ্ছাসেবীর মধ্যে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর রেকর্ড নেই। জাইকোভ-ডি একটি জেনেটিক বা নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। তৃতীয় প্রজন্মের ভ্যাকসিনও বলা হয়। DNA-ভিত্তিক টিকা বিশেষ ভাবে ইঞ্জিনিয়ার্ড DNA ব্যবহার করে শরীরে ভাইরাস, ব্যাকটিরিয়া এবং পরজীবীর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলা হয়।


করোনার নয়া ও শক্তিশালী বিভিন্ন ভেরিয়েন্ট যেমন, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী, দাবি সংস্থার। টিকার তিন ডোজ নিতে হবে। ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ হবে না। এটি ফার্মাজেটের মাধ্যমে প্রয়োগ করা হবে।
যন্ত্রের মাধ্যমে টিকা অত্যন্ত সরু একটি স্ট্রিমের আকার ভীষণই দ্রুত গতিতে বের হয়। সরাসরি ত্বকের অভ্যন্তরে সূচের মতো করেই এই টিকার স্ট্রিম প্রবেশ করে যায়। এক সেকেন্ডেরও দশ ভাগের এক ভাগ সময় লাগে। এই প্রযুক্তির মূল লক্ষ্য হল মেডিক্যাল বর্জ্য দূরীকরণ।