দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার রাত্রি দশটা বেজে তেরো মিনিট, হঠাৎই মৃদু কম্পনে কেঁপে উঠল বাড়িঘর। অজানা আতঙ্কে,বাইরে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা। ভূমিকম্পে পুনরায় কেঁপে উঠলো অসমের একাংশ।
শুধু অসম নয় এর পর একে একে পশ্চিমবঙ্গের নদীয়া,পুরুলিয়া, মুর্শিদাবাদ ,এবং দুর্গাপুরে এই কম্পন অনুভূত হয় । ভূবিজ্ঞানী সূত্রে খবর,ভূকম্পের উৎসস্থল অসমের তেজপুর।রিখটারে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দেশের বিভিন্ন প্রান্তে,স্বল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্প হওয়া নিয়ে চিন্তিত ভূবিজ্ঞানীরা। কিছুদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামানের নিকটবর্তী এলাকাগুলি। তার ঠিক কিছুদিন পর ,চলতি সপ্তাহের সোমবার ভূকম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশেও। রিখটার স্কেলে,যার মাত্রা ছিল 3.7।
অন্যদিকে গত শুক্রবার পুরুলিয়া রঘুনাথপুরেও মৃদু ভূকম্পন অনুভব হয় বলে জানিয়েছেন,এলাকাবাসী। দেশে একাধিকবার ভূকম্পনের জের, উদ্বিগ্নতা তৈরি করেছে কেন্দ্রীয় সরকারী মহলেও।