দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আসামের জোরহাটের কাছে ব্রহ্মপুত্রে মুখোমুখি সংঘর্ষে ডুবল যাত্রীবাহী দুটি নৌকা। তলিয়ে যান যাত্রীরা প্রায় সকলেই। অসম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। দুটি নৌকা মিলিয়ে প্রায় শতাধিক যাত্রী ছিলেন। তলিয়ে যাওয়া যাত্রীদের খোঁজ চলছে। বহু যাত্রীর খোঁজ মেলেনি এখনো।
স্থানীয় সূত্রের খবর দুটি বোটের মধ্যে একটি মাজুলি থেকে নিমাতি ঘাটের দিকে আসছিল। অন্য নৌকাটি ছিল বিপরীতমুখী। মুখোমুখি সংঘর্ষে এই বিপর্যয়। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব।