দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্পুর্ণ সুস্থ হলেন অমিত শাহ। ইতিমধ্যেই যোগদান করতে চলেছেন মন্ত্রকে। গত ১৪’ই আগস্ট করোনা পরবর্তি শারিরীক দুর্বলতা ও পুরোনো রোগের মাথাচাড়া দিয়ে ওঠার কারণে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁকে চিকিৎসকদের পরামর্শ মত নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (এইমস)-এ ভর্তি কড়া হয়েছিল। তবে ইতিমধ্যেই তাঁর পুরোপুরি সুস্থতার খবর পাওয়া গিয়েছে এবং তাঁকে অতি শীঘ্রই ছেড়ে দেওয়া হতে পারে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।
এইমসের সুত্র অনুযায়ী অমিত শাহকে পোস্ট কোভিড যত্নের জন্য নয়াদিল্লির এইমস এ ভর্তি করা হয় এবং ইতিমধ্যে তিনি সুস্থও হয়ে ওঠেন। সম্ভবত অল্পসময়ের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ মেনে এইমস-এ ভর্তির পর তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখা হয়। এবং ডক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে এইমসের একদল চিকিৎসক তার অবস্থার পর্যবেক্ষণও করেছিলেন।
মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, অমিত শাহ গত তিন চার দিন ধরে ক্লান্তি এবং শরীরে ব্যথার অভিযোগ করছেন। তবে এখন তিনি স্বচ্ছন্দ এবং হাসপাতাল থেকেই তার যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছেন দাবি এইমসের। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী গত ২’রা আগস্ট কোভিড-১৯ এর জন্য পরীক্ষা কোরআন ও তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
তিনিই হলেন প্রথম কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী/ প্রথম সারির মন্ত্রী যিনি কিনা করোনাভাইরাস-এর জন্য ইতিবাচক পরীক্ষা করেন। এবং তারপর থেকে আয়ুশ মন্ত্রী ‘শ্রীপদ নায়েক’ সহ ভারতের আরও চারজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা ভাইরাসের ইতিবাচক পরীক্ষা করান। তবে ইতিবাচক পরীক্ষার আগে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়ি থেকেই যাবতীয় কাজকর্ম করেছিলেন। এবং এর পাশাপাশি নর্থ ব্লকে তাঁর অফিসেও নিয়মিত উপস্থিত হয়েছিলেন।