33 C
Kolkata
Sunday, September 25, 2022
More

  ‘সেপটিক শক’ এ থাকা প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লির সেনা হাসপাতাল সুত্রে খবর প্রাক্তন রাষ্ট্রপতি তথা অর্থমন্ত্রী প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি অব্যাহত। ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ক্রমাগত তাঁর শারিরীক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে গভীর কোমাতে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

  দিল্লির সেনা হাসপাতাল বিবৃতি দিয়ে জানায়, ‘‌গতকাল থেকেই প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞরা প্রতি মূহুর্তে তাঁর প্রতি নজর রাখছেন। তিনি এখনও কোমাতেই রয়েছেন। ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।’‌

  সংক্রমণ বাড়ায় সেপটিক শক হচ্ছে। সেপটিক শকের উপসর্গগুলির মধ্যে রয়েছে নিম্ন রক্তচাপ, শরীর ফ্যাকাশে হয়ে আসা, ঠান্ডা হাত এবং পা, ঠাণ্ডা, শ্বাস নিতে অসুবিধা হওয়া সহ প্রস্রাবের উৎপাদন কমে যাওয়া। এর ফলে শরীরের অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা ৯০%।

  প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯’ই আগস্ট নিজের বাসভবনের শৌচালয়ে পড়ে যান এই প্রবীণ রাজনীতিক। তাঁর মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০’ই আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগেই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। আর সেই কথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই দিন রাতেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। আর তারপর থেকেই গভীর কোমায় চলে যান তিনি।

  তাঁর শারিরীক অবস্থা প্রাথমিক অবস্থাতে স্থিতিশীল থাকলেও পরবর্তীতে তার অবনতি হয় এমনকী ভেন্টিলেশন থেকেও তাঁকে বের করা যায়নি। এই মূহুর্তে চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে জটিল সংক্রমণ হয়েছে তাঁর। সেই সাথে কিডনির সমস্যাও দেখা দিয়েছে।

  উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল অবধি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২০১৯ সালে তাঁকে ভারতরত্নে ভূষিত করা হয়। এহেন গুণীজন, প্রণব মুখার্জী’র, দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশিষ্ট জনেরা।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  পেলে ম্যাচের ৪৫ বছর বর্ষ পূর্তি প্রসূনের উদ্যোগে বিশেষ আড্ডা

  দ্য ক্যালকাটা মিরর : ফুটবল সম্রাট কিংবদন্তি পেলের বিরুদ্ধে খেলে, ৪৫ বছর আগে এক বৃষ্টিভেজা বিকেলে ইডেন উদ্যানে...

  শেষ বার লর্ডসে টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলন

  টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলনলর্ডসে থামল চাকদা এক্সপ্রেস, ঝুল-‌দির বিদায়ে চোখে জল হরমনপ্রীতদের দ্য ক্যালকাটা মিরর : ছেলেদের এবং...

  সমবেত গীতা পাঠ , মন্ত্রমুগ্ধ বিশ্ব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সমবেত গীতা পাঠে বিশ্ব রেকর্ড। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে একসঙ্গে গীতাপাঠ করল...

  চোখে জল, মুখে হাসি! বিদায়বেলায় ফেডেরারই ‘রাজা’

  দ্য ক্যালকাটা মিরর : ফেডেরারকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটল লেভার কাপে। নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নিলেন ফেডেরার।...

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকা

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকাব্রাজিল ফুটবল তারকা কাকার বাবাও হাঁটবেন ম্যারাথনে দ্য ক্যালকাটা মিরর : বার্লিন ম্যারাথনে দেখা যাবে কাকার...