দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লির সেনা হাসপাতাল সুত্রে খবর প্রাক্তন রাষ্ট্রপতি তথা অর্থমন্ত্রী প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি অব্যাহত। ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ক্রমাগত তাঁর শারিরীক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে গভীর কোমাতে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
দিল্লির সেনা হাসপাতাল বিবৃতি দিয়ে জানায়, ‘গতকাল থেকেই প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞরা প্রতি মূহুর্তে তাঁর প্রতি নজর রাখছেন। তিনি এখনও কোমাতেই রয়েছেন। ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।’
সংক্রমণ বাড়ায় সেপটিক শক হচ্ছে। সেপটিক শকের উপসর্গগুলির মধ্যে রয়েছে নিম্ন রক্তচাপ, শরীর ফ্যাকাশে হয়ে আসা, ঠান্ডা হাত এবং পা, ঠাণ্ডা, শ্বাস নিতে অসুবিধা হওয়া সহ প্রস্রাবের উৎপাদন কমে যাওয়া। এর ফলে শরীরের অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা ৯০%।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯’ই আগস্ট নিজের বাসভবনের শৌচালয়ে পড়ে যান এই প্রবীণ রাজনীতিক। তাঁর মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০’ই আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগেই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। আর সেই কথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই দিন রাতেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। আর তারপর থেকেই গভীর কোমায় চলে যান তিনি।
তাঁর শারিরীক অবস্থা প্রাথমিক অবস্থাতে স্থিতিশীল থাকলেও পরবর্তীতে তার অবনতি হয় এমনকী ভেন্টিলেশন থেকেও তাঁকে বের করা যায়নি। এই মূহুর্তে চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে জটিল সংক্রমণ হয়েছে তাঁর। সেই সাথে কিডনির সমস্যাও দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল অবধি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২০১৯ সালে তাঁকে ভারতরত্নে ভূষিত করা হয়। এহেন গুণীজন, প্রণব মুখার্জী’র, দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশিষ্ট জনেরা।