দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনার মধ্যেই ভারতে ছড়াচ্ছে নতুন সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু এর নাম আফ্রিকান সোয়াইন ফ্লু। এই রোগের আক্রমণে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে দেশে। এমনিতেই করোনা ভাইরাসের দাপটে জেরবার অবস্থা এবার তার ওপর ভাগ বসাতে এলো আফ্রিকান সোয়াইন ফ্লু।
আফ্রিকা এ রোগের এপিসেন্টার হওয়াতে ওই দেশের নামেই এই রোগের নামকরণ হয়েছে। যদিও সোয়াইন ফ্লু আমাদের কাছে অপরিচিত কিছু নয়। কিন্তু ক্রমশ এর দাপট তীব্র থেকে তীব্রতর হচ্ছে যা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। ইতিমধ্যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও সোয়াইন ফ্লু অনেকদিন আগেই থাবা বসিয়েছে।
প্রাথমিকভাবে এই আফ্রিকান টাইপ ফ্লু’র সমস্যা দেখা গিয়েছিল অসমে। কিন্তু ক্রমে সেটি ছড়িয়ে পড়ে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে। আর সেখান থেকেই দেশের আরও ১৯টি জেলা এই সোয়াইন ফ্লু মহামারীর তালিকায় ঢুকে পড়েছে।
মূলত: পূর্ব খাসি পাহাড়, পশ্চিম খাসি পাহাড়, পূর্ব জয়ন্তিয়া পাহাড় ও পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জুড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ। প্রশাসনের পক্ষ থেকে এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া, আক্রান্ত জেলাকে কেন্দ্র করে ১০ কিমি বৃত্তের মধ্যে এ রোগ সম্পর্কে সরকারী সতর্কতা জারি করা হয়েছে এবং ওই অংশের মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুয়োর ও গৃহপালিত বিড়াল, হাস, মুরগি থেকেই এই ফ্লু হয়ে থাকে। তবে সোয়াইন ফ্লু এর জন্যে দায়ী মূলত: শুয়োরই। যেহেতু উত্তরপূর্বের রাজ্য গুলিতে শুয়োরের মাংস খাদ্যাভাসে রয়েছে তাই এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। কতৃপক্ষের নির্দেশে শুয়োরের খাবার, ওষুধ, মাংস প্রভৃতি জিনিস ওই আক্রান্ত এলাকা থেকে বাইরে নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও সরকারী নির্দেশিকাতে বলা হয়েছে,’শুয়োর এবং অন্যান্য দরকারি জিনিস যেন ফার্ম থেকে না বের করা হয়’। শুয়োর দেখাশোনা করা আধিকারিকদের বলা হয়েছে, তাঁরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, ও ওই অংশে যাতায়াত নিয়ন্ত্রণ করেন। এছাড়াও সংশ্লিষ্ট রাজ্য সরকার বলেছেন, “শুয়োরের খামার যাঁদের রয়েছে তাঁরা যেন পশুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে না যান। পশু পারাপার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।”
আফ্রিকান সোয়াইন ফ্লু–এর কারণে এই বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে অসম ও অরুণাচল প্রদেশে এখনো অবধি ১৭ হাজার শুয়োরের মৃত্যু হয়েছে । ইতিমধ্যে মেঘালয় রাজ্যের মোট ১৯টি জেলা সোয়াইন ফ্লু’র এপিসেন্টার ঘোষিত হয়েছে।