দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :
গত 16 জানুয়ারি শুরু হয় কোভিডের টিকাকরণ। আর তার মাত্র 9 মাসের মধ্যেই 100 কোটি ভারতীয় টিকাকরণ সম্পূর্ণ হতে চলেছে আজ।
CoWIN পোর্টালের শেষ আপডেট অনুযায়ী ডেট অনুযায়ী 99.7 কোটি ভারতীয় টিকা পেয়ে গেছে। 18 বছরের বেশি বয়সী ভারতীয়দের 75% মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছে । একটি শতাংশ মানুষের টিকা দান পুরোপুরি সম্পূর্ণ। আজ 30 লক্ষ মানুষের টিকাকরণ হলেই 100 কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলবে ভারত। যা গোটা বিশ্বের কাছে বিরাট বড় রেকর্ড। ভারতের প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব।