33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    সংসদের বর্ষাকালীন অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব এমনকি ছুটির দিনেও বসবে অধিবেশন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সংসদের বর্ষাকালীন অধিবেশন ১৪’ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এবং শেষ হবে ১’লা অক্টোবর তারিখে। এবারের অধিবেশন করোনা আবহে পাল্টাচ্ছে তার চেনা ছবি। রাজ্যসভা ও লোকসভার অফিসিয়াল বুলেটিন অনুসারে বর্ষাকালীন অধিবেশনে সংসদের উভয় কক্ষে কোন প্রশ্নোত্তর পর্ব থাকবে না এবং সদস্যদের ব্যক্তিগত বিষও শোনা হবে না।

    করোনাভাইরাস সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ উত্তর সংসদের উভয় কক্ষই দৈনিক চার ঘণ্টা বসবে। লোকসভা স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ইতিমধ্যে কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং অধিবেশনে কোভিড-১৯ নির্দেশিকা কিভাবে অনুসরণ করা উচিত সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্দেশনা দিয়েছেন।

    ১৪ সেপ্টেম্বর অধিবেশনের প্রথম দিনে নিম্নকক্ষ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলিত হবে এবং উচ্চকক্ষে বসবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পরবর্তী দিনগুলোতে, রাজ্যসভায় কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং লোকসভার অধিবেশনের সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    সদস্যদের জানানো হয়েছে যে শুধুমাত্র সদস্যের পোর্টাল বা ইমেইলের মাধ্যমেই এই শমন জারি করা হয়েছে। রাজ্যসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, সদস্যদের জানানো হয় যে অনলাইনে নোটিশ জমা দেওয়ার সুবিধা ই-নোটিশ পোর্টালে পাওয়া যাবে।
    “এই পোর্টাল ব্যবহার করে সদস্যরা ইলেকট্রনিক উপায়ে বিভিন্ন সংসদীয় ডিভাইসের জন্য বিজ্ঞপ্তি জমা দিতে পারেন। কোভিড-১৯ মহামারীর কারণে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সদস্যদের অনুরোধ করা হয়েছে শুধুমাত্র ই-নোটিশ পোর্টালের মাধ্যমে নোটিশ জমা দেওয়ার জন্যে যাতে যতটা সম্ভব কাগজপত্র পরিচালনা এবং নোটিশ অফিস পরিদর্শন এড়িয়ে চলা যায় ।

    “মেম্বার লগইন পোর্টাল” এর জন্য সদস্যদের কাছে একাউন্ট প্রমাণপত্রাদি ইস্যু করা হয়েছে যা “ই-নোটিশ পোর্টাল” এর জন্যও কাজ করবে। সদস্যরা অনলাইনে সব ধরনের নোটিশ জমা দেওয়ার জন্য “ই-নোটিশ পোর্টাল” ব্যবহার করতে পারেন, যার মধ্যে রয়েছে প্রশ্নের বিজ্ঞপ্তি প্রকাশ করার পোর্টাল, যা ব্যবহার করা সহজ। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি জমা দেওয়ার জন্যে বিজ্ঞপ্তি অফিসে শারীরিক ভাবে হাজির হওয়ার পুরোনো উপায় অব্যাহত থাকবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...