দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোয়ায় বড় চমক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ভারতের টেনিস স্টার লিয়েন্ডার পেজ। নাফিসা আলির পর বড় চমক অপেক্ষা করছে তার ইঙ্গিত মিলেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্যে।
জল্পনায় শিলমোহর তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী-সমাজকর্মী নাসিফা আলী এবং মৃণালিনী দেশপ্রভু। নাফিসার জনপ্রিয়তা গোয়ার সমুদ্রসৈকতে আরও মাইলেজ দেবে তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের সফরে আরও বেশ কিছু জনপ্রিয় গোয়ানিজ মুখ এবং দুঁদে নেতার যোগদানের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, জল্পনায় ভাসছে রেমো ফার্নান্ডেজের নামও।