দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মানবিকতার পরিচয় আগেও বেশ কয়েকবার দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া, কখনো শিক্ষার্থীদের দেশে ফেরানো, আবার কখনো বা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। ফলে পর্দার খলনায়ক রাতারাতি সাধারণ মানুষের কাছে বাস্তবের হিরো বনে যান। এবার অলিম্পিকের প্রশিক্ষণ নেওয়া দুস্থ খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন অভিনেতা।
জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর এলাকার বাসিন্দা মনোজ জাঙ্গি। যিনি অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে দারিদ্রতার কারনে বন্ধুর থেকে জুতো ধার করেই চলছে তার প্রশিক্ষণ। তাই নিজের জন্য এক জোড়া স্পোর্টস কেডস চেয়ে সোনু সুদকে টুইট করেছিলেন মনোজ। তা নজরে আসতেই ওই খেলোয়াড়ের বাড়ির ঠিকানায় জুতা পাঠানোর ব্যবস্থা করেন সোনু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, “পুরো দুনিয়াতেই করোনার তান্ডব চলছে। সবাইকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবে দেশের প্রতিটি মানুষকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই ঘরে ফিরতে চাই।” অভিনেতার একের পর এক উদ্যোগে দারুণ খুশি তার ভক্তরা।
জুতো ধার করে অলিম্পিকের প্রশিক্ষণ নিচ্ছিলেন খেলোয়ার, সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

