28 C
Kolkata
Monday, September 25, 2023
More

    দেশের যুবাদের জন্যে দু: সংবাদ, পাবজি-সহ মোট ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লাদাখের পূর্ব প্রান্তে সংঘাতের পর পরই চীন কে হাতে মারার বদলে ভাতে মারার প্ল্যান করেছে ভারত সরকার। প্রথমে ৫৯ টি, এর পড়ে ৪৭ টি চিনা এবং আজ আবার ১১৮ টি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করলো ভারত সরকার। উল্লেখ্য গত মে মাসে গলওয়ান উপত্যকায় চীনা অনুপ্রবেশ চলা কালীন সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। আর সেই সংঘর্ষের জবাবে বেজিংয়ের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়ে মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার ফরমান জারি করে সরকার। সেই সময়ে এও জল্পনা হয়েছিল যে এই নিষিদ্ধ অ্যাপের তালিকায় কী রয়েছে জনপ্রিয় ওয়ার গেম PUBG? আজ সেই জল্পনাতে অফিসিয়াল সিলমোহর পড়লো। গতকাল পুনরায় প্যাঙ্গংগ ঝিলের ধরে রাতের অন্ধকারে চীনা সেনার অবৈধ প্রবেশ রুখে দেয় ভারত আর আজ সেই আচরণের জবাব দিলো ভারত PUBG সহ ১১৭ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে।

    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সাম্প্রতিক সময়ে ব্যান করা অ্যাপ্লিকেশন গুলি জাতীয় নিরাপত্তার পরিপন্থী সে কথা তুলে ধরা হয়েছিল। এবারও সেই ধারণা প্রয়োগ হয়েছে PUBG-সহ বিপুল পরিমাণ অ্যাপ নিষিদ্ধকরণে। আজ ও সেই নির্দেশিকাই জারি করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন ৬৯ এ ধারা প্রয়োগ করে এই অ্যাপ্লিকেশনগুলি ব্যান করা হয়েছে।

    প্রসঙ্গত, এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সার্বজনিক সিদ্ধান্ত।

    চীনের জন্যে এই অ্যাপ্লিকেশন ব্যান যে বড় মাপের অর্থনৈতিক চাপ তা বোঝা যায় কোম্পানী গুলির নাম ও খ্যাতি দেখে। এর আগে যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় ছিল টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চীনা সংস্থা।

    যদিও পাবজি দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোলের মালিকানাধীন এবং এই গেমটি ২০০০ সালের জাপানি ছবি ব্যাটেল রয়্যালের অনুপ্রেরণায় তৈরি। কিন্তু সমস্যা অন্য যায়গায়। এই ব্লু হোল সংস্থার সঙ্গে চীনের শিল্পপতি মা হুয়াতেংয়ের সংস্থা টেনসেন্টে’র পার্টনারশিপ রয়েছে। এই টেনসেন্ট-এর মাধ্যমেই পাবজির যাবতীয় ভার্সান ও আপডেট পাবলিশ হয়ে থাকে। শুধু তাই নয় চীন সরকারের অনুমোদনক্রমেই ওই দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল। পাবজির মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের দায়িত্বে দক্ষিণ কোরিয়ারই কাকাও গেমস থাকলেও এর যাবতীয় ব্যবহারকারীর তথ্য চীনের ট্রেড’ল’ অনুযায়ী জিংপিং সরকারের কাছে পাঠাতে হয়।

    উল্লখ্য গতকাল এক বিবৃতিতে চীনা লিবারেশন আর্মি জানিয়েছে ভারত বেশি বাড়াবাড়ি করলে ১৯৬২ সালের থেকেও খারাপ অবস্থাতে ফেলবে চীন। আজ এই অ্যাপ্লিকেশন ব্যান সেই দাবিরই মুখে ঘুরিয়ে থাপ্পড় বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। PUBG ছাড়াও ludo King এর মত অ্যাপ্লিকেশনও এই তালিকায় আছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...