দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চীনের সাথে চলমান সীমান্ত অচলাবস্থার মধ্যেই নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে লেহ যাচ্ছেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
সামরিক সুত্র মতে, উর্ধ্বতন ফিল্ড কমান্ডাররা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর স্থল পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করবে। নারাভানে এমন একটা সময়ে লেহ সফরে যাচ্ছেন যখন লাদাখ এলাকায় ভারতীয় সৈন্যরা চীনা সেনাবাহিনীর সীমালঙ্ঘন করার প্রচেষ্টা ব্যর্থ করেছে।
সূত্রের মারফত পাওয়া আরও খবর অনুযায়ী, এই দুই দিনের এই সফরে সেনা প্রধান তিন মাসেরও বেশি সময় ধরে চীনা সৈন্যদের সাথে অচলাবস্থায় আটকে থাকা সৈন্যদের কার্যকরী প্রস্তুতি পর্যালোচনা করবেন।
উল্লেখ্য, গত ২৯ থেকে ৩০ আগস্টের মধ্যবর্তী রাতে লাদাখের চুশুলের নিকটবর্তী পাংগং টিসোর দক্ষিণ তীরের কাছে লাল ফৌজের ভারতীয় এলাকায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী।
শুধু তাই নয় এর ঠিক দু’দিন পরেও ১’লা আগস্ট, ভারতীয় নিরাপত্তা বাহিনী পূর্ব লাদাখের চুমারের সাধারণ এলাকার ভারতীয় অংশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় বাহিনী।
প্রসঙ্গত, ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কংরাং নালা সহ একাধিক এলাকায় চীনা সেনাবাহিনীর সীমালঙ্ঘন নিয়ে গত এপ্রিল-মে মাস থেকেই ভারত ও চীন অচলাবস্থার মধ্যে রয়েছে। এর পাশাপাশি গত জুন মাসে গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সাথে সহিংস সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য শহীদ হওয়ার পর দু দেশের সীমান্ত পরিস্থিতি আরও খারাপ হয়।
গত তিন মাস ধরে উভয় পক্ষের মধ্যে পাঁচটি লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের আলোচনা চলছে কিন্তু এখন পর্যন্ত কোন সাধু সুরাহা করতে ব্যর্থ হয়েছে দুই দেশই। সেকারণে নারাভানে’র লেহ পরিদর্শন এই মূহুর্তে ইন্দো-চীনা সম্পর্কে যে আরও ঘৃতাহুতি করবে সে বিষয়ে কোনই সন্দেহ নেই।