দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হ্যাকারদের এমন হানার ঘটনা প্রথম নয়। কিছু দিন আগেই সাম্প্রতিক কালের সব থেকে চাঞ্চল্যকর হ্যাকিংয়ের ঘটনা ঘটে গিয়েছে। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটারের তরফে এমনই জানা গিয়েছে। তারা মুহূর্তেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টটি হ্যাক করার পর সেখান থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। এছাড়াও টুইটারের তরফে জানানো হয়েছে, তারা এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এই মুহূর্তে তারা জানি না আরও কার কার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
গত ১৫ জুলাই বারাক ওবামা, জেফ বেজোস, এলন মাস্ক, বিল গেটস বা ওয়ারেন বাফে’র মতো বিশ্বের স্বনামধন্য কিছু ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এ ক্ষেত্রেও ক্রিপ্টোকারেন্সির যোগ। এখন এ কথা উঠে আসছে যে, এ ভাবে যে কেউ যদি টুইটারের ভিতরে ঢুকে এত সহজে এই সব সনামধন্য ব্যক্তিদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করতে পারেন, তাহলে সাধারণ মানুষের অ্যাকাউন্টের তথ্য সুরক্ষিত নয়।

