দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রায় এক বছর ধরে টানা দাম বেড়েছে জ্বালানি তেলের। আর দাম বৃদ্ধিই কাল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। যদিও বা জ্বালানি তেলের দাম কমলেও দাম কমেনি শাক-সবজির। বরং আকাশ ছোঁয়া দাম বেড়েছে শাক-সবজির। সেই নিত্য প্রয়োজনীয় শাক-সবজি কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্য বার উৎসবের মরসুমে দাম বেড়ে গিয়ে থাকে কিন্তু এবছর উৎসবের মরসুমের পরেও দাম বেড়েছে শাক-সবজির।
এখন কোলকাতায় প্রতি কেজি টমেটোর দাম ৮০ টাকা, পটলের দাম ৬০ থেকে ৮০ টাকার, প্রতি কেজি ঢ্যাঁড়সের দাম ৬০ টাকা, বাঁধাকপির দাম কেজি প্রতি ৪০ টাকা, ফুলকপির দাম কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা, এক কিলোগ্রাম কড়াইশুঁটির দাম ২০০ টাকা ও লঙ্কার দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার।
আরও পড়ুন : ভারতের পর এবার ভুটানের জমিতেও গ্ৰাম তৈরি করেছে চিন, স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এই দৃশ্যে
আসলে এখন দুর্গা পূজার পর এমনিতেই শাক-সবজির দাম অনেক ছিল। এর কারণ অবশ্য হচ্ছে চলতি বছরে প্রচুর বৃষ্টি হয়েছে দেশে এই কারণে শাক-সবজির ফলন অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে। এই কারণেও দাম বৃদ্ধি পেয়েছে শাক-সবজি। অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় অন্য রাজ্য থেকে এই রাজ্যে সবজি আনতে প্রচুর জ্বালানি তেল খরচ হচ্ছে এটি হল আরও একটি কারণ শাক-সবজির দাম বাড়ার।