20 C
Kolkata
Monday, January 17, 2022
More

  ভারতে বাড়ছে ‘সুইসাইড’ সার্চের প্রবণতা!এর মূলে রয়েছে নেটিজেনরাই

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার এক আশ্চর্যজনক তথ্য জানালো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। এই ইন্সটিটিউট এর মতে গুগল বা বিঙ্গ এর মত সার্চ ইঞ্জিন ওয়েবসাইটে বাড়ছে ‘সুইসাইড’ সার্চ করার প্রবনতা। মূলত একটি নির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে চলছে সার্চের প্রবণতা। যা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর কয়েকজন বিজ্ঞানীদের মতে, “এই ধরনের সার্চ প্রবণতা বিপজ্জনক। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা উচিত এবং যত্ন সহকারে তাঁর সঠিক ব্যবস্থা নেওয়া দরকার।”

  গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। ঠিক এরপর থেকেই একটু একটু করে বেড়েছে সুইসাইড সার্চ করার প্রবণতা। মূলত নেটিজেনদের মধ্যে এই প্রবনতা সবচেয়ে বেশী দেখা গিয়েছে।

  বিশ্বে যত মৃত্যুর সংখ্যা বাড়ছে তাঁর মধ্যে এক থেকে দশে রয়েছে এই ‘আত্মঘাত’। ২০১৮ সালে আইসিএমআর-এর গবেষণার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘২০১৬ সালে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ৩১৪ জন মানুষ এই আত্মহত্যায় মারা গিয়েছেন। গোটা বিশ্বে যত সুইসাইড হয়, তার মধ্যে ভারতে মহিলাদের সুইসাইট করার প্রবনতার হার ৩৬.৬ শতাংশ এবং পুরুষদের সুইসাইড করার প্রবনতার হার ২৪.৩ শতাংশ।তবে, সবচেয়ে বেশি যারা রয়েছে তারা হল কম বয়সিরা। ২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি সুইসাইড করেছে ১৫ থেকে ৩৯ বছর বয়সিরা।এদের মধ্যে ৭১.২ শতাংশ মহিলা ও ৫৭.৭ শতাংশ হল পুরুষ’।

  AIIMS-এর মনোরোগ বিভাগের অধ্যাপক রাজেশ সাগরের কথায়, ‘গুগল-এ সার্চ ট্রেন্ডে দেখা গিয়েছে, সুইসাইড সম্পর্কিত কি-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রবণতা বেড়েছে ভারতে। সবচেয়ে চিন্তার বিষয় হল, মানুষ নিজের ক্ষতি করার উপায় নিজেই খুঁজছে।’

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ইঙ্গিত !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে জোড়া হামলা চালাল ইরান...

  শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা ? দেখুন কি বলছে বিশেষজ্ঞরা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : প্রাপ্তবয়স্কদের অধিকাংশের করোনা টিকা হলেও ভারতে শিশুদের পর্যন্ত করোনা টিকাদান হয়নি। ফলে তাদের মধ্যে...

  দেশে শীঘ্রই শুরু হচ্ছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দেশে শিশুদের টিকাদানের কর্মসূচি একধাপ এগোল। এবারে দেশে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪...

  দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ , চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগী

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সোমবার দেশে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এদিনের বুলেটিন অনুযায়ী দেশে...

  শীত প্রেমীদের জন্য সুখবর ! ঝোড়ো ব্যাটিং করতে ফিরল শীত

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী ঝঞ্ঝা কেটে অবশেষে রোদ ঝলমলে আকাশ। এক ধাক্কায় তিন নামল কলকাতার তাপমাত্রা। পারদ পতনে...