দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবার বিস্ফোরণ পাঠানকোটে। এবার সেনাঘাঁটির সামনে ঘটেছে এই গ্ৰেনেডউ বিস্ফোরণ। যদিও এখনও পর্যন্ত কারুর মৃত্যুর খবর আসেনি। তবে এই ঘটনার পর আবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। পাঠানকোটের সেনাঘাঁটির ত্রিবেণী গেটের সামনে।
জানা গেছে, আজ সাত সকালেই হঠাৎ এই বিস্ফোরণ ঘটেছে সেনাঘাঁটির ত্রিবেণী গেটের সামনে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ও সেনাকর্তারা। ঘটনার তদন্ত চালাচ্ছেন তাঁরা। এলাকার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিস্ফোরণের পরেই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন : ইমরান খানকে বড় ভাই বলায় এবার সিধুর সমালোচনায় সরব হলেন গৌতম গম্ভীর
প্রসঙ্গত, ২০১৬ সালে এই পাঠানকোটের সেনাঘাঁটিতেই আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময় সেনাবাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৬ জন জঙ্গির। আর ৬ জন নিরাপত্তারক্ষীও মৃত্যু হয়েছিল। সেই দিনের ভয়াবহ ঐ ঘটনা কখনোই ভুলতে পারবে না ভারতবাসী।