দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সম্প্রতি নীতি আয়োগের তরফ থেকে মাল্টিডাইমেনসানাল পভার্টি ইনডেক্স প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে MPI প্রকাশ করা হয়েছে৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কারা এগিয়ে ও কারা পিছিয়ে আছে তা বোঝা যায় এই MPI সমীক্ষার মাধ্যমে।
তালিকায় যা দেখা গেছে তা হল দারিদ্র দূরীকরণে সবথেকে অসফল রাজ্য গুলি হল বিহার , ঝাড়খণ্ড , উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ এবং মেঘালয়৷ 51.9% দারিদ্রতা নিয়ে দেশের গরিবতম রাজ্য হল বিহার। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের স্থান যথাক্রমে তিন ও চার নম্বরে৷
অন্যদিকে, দারিদ্র দূরীকরণে সফল কেরালা মডেল। কেরালার পাশাপাশি দাক্ষিণাত্যের আরেক রাজ্য চমক দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ুতে দারিদ্র-হার 4.89%। কেরালার ঠিক পরেই রয়েছে গোয়া। গোটা রাজ্যে দারিদ্র হারের পরিমাণ 3.76%৷ তৃতীয় স্থানে রয়েছে সিকিম। রাজ্যের দারিদ্র্য হার 3.82%। ভালো পারফরম্যান্স পঞ্জাবেরও। দারিদ্র্য হার 5.59%।
দারিদ্র্য হারের নিরিখে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে এগিয়ে দাদরা ও নগর হাভেলি। দ্বিতীয় স্থানেই রয়েছে জম্মু ও কাশ্মীর। উল্লেখ্য, ভারতের MPI এর সূচক হিসাবে মোট তিনটি জিনিস কাজ করে থাকে তা আগেই বলছি। স্বাস্থ্য, জীবনযাত্রার মান ও শিক্ষা।