দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কাটিয়ে গত ত্রৈমাসিকে দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে তার পরিসংখ্যান সামনে আসবে মঙ্গলবার। তিন মাসে জিডিপি কতটা বেড়েছে ? এই প্রশ্নের উত্তরে অর্থনীতিবিদের সংখ্যাগরিষ্ঠের অনুমান, ওই তিন মাসে দেশের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৪% বৃদ্ধি পেয়েছে।
এই বছর জানুয়ারি-মার্চ এবং এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি আগের বছর ওই একই সময়ের তুলনায় যথাক্রমে ১.৬% ও ২০.১% বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল হওয়ার পর বিশেষ করে পরিষেবা ক্ষেত্রে গতি ফিরেছে তার ওপর নির্ভর করেই জুলাই-সেপ্টেম্বর দেশে কলকারখানায় উৎপাদন, ব্যবসা-বাণিজ্য আরও চাঙা হয়েছে।
তবে কলকারখানায় উৎপাদন বৃদ্ধি আশানুরূপ বাড়েনি। জাতীয় উৎপাদন বৃদ্ধির পরিসংখ্যানে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের ঘাটতি পূরণ করেছে পরিষেবা ক্ষেত্র। রয়টার্স যে সমীক্ষা করেছিল সেখানে জুলাই-সেপ্টেম্বর পর্বে জিডিপি বৃদ্ধির হার ৭.৮% হবে বলে। গত সপ্তাহের সমীক্ষায় সেই অনুমান বাড়িয়ে তাঁরা ৮.৪% করেন। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের অনুমান, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৯% হবে।