দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা কালে বহু মাস বন্ধ থাকার পর আবার সম্পূর্ণ ভাবে চালু হয়েছে রেল পরিষেবা। কিছু দিন আগে পর্যন্ত এরাজ্যে বন্ধ ছিল লোকাল ট্রেন। কিন্তু তারপর সংক্রমণ কমে যাওয়ায় রাজ্য সরকার আবার চালু করেছে লোকাল ট্রেন। তবে এখন এবার করোনার এক নতুন প্রজাতির খোঁজ মিলেছে। যার নাম Omicron। ইতিমধ্যেই ইউরোপ ও আফ্রিকার বহু মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন।
তাই ভারতেও সংক্রমণ ছড়াতে পারে এই নতুন ভাইরাস। সেই কারণেই এবার উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সম্প্রতি সংক্রমণ আটকাতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রেলের তরফ থেকে। রেলের সকল আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে।
আরও পড়ুন : Omicron-এর আতঙ্কে ফের বন্ধ হতে পারে স্কুল, এখন সংক্রমণের ভয় ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাচ্ছে না অভিভাবকরাও
কোভিড সংক্রান্ত সকল নিয়মকানুন মেনে চলতে রাজ্য সরকার গুলির কাছেও সাহায্য চাওয়া হয়েছে। রেলের সকল কর্মীদের সম্পূর্ণ টিকাকরণ করতে বলা হয়েছে। এছাড়াও রেলের চিকিৎসা কেন্দ্র গুলিতে Omicron আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসার সকল ব্যবস্থা মজুত করে রাখতে বলা হয়েছে। আসলে এখনও পর্যন্ত দেশের দুজন ব্যক্তির মধ্যে এই ভাইরাস মিলেছে। আরও মানুষ যাতে সংক্রমিত না হয়ে তাই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ভারত সরকার ও রেল কতৃপক্ষ।