দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
Omicron নিয়ে উদ্বেগ বাড়ছেই। চিন্তার কথা শোনালেন এক বিশেষজ্ঞ। তিনি দাবি করেছে, করোনার এই নতুন ভ্যারিয়্যান্টের জেরে ভারতে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। Omicron নিয়ে FAQ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ভারতে কি ওমিক্রনের জেরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ? এই প্রশ্নের জবাবও দিয়েছে কেন্দ্র।
CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিক ডিরেক্টর অনুরাগ আগরওয়াল বলেন, ‘করোনার এই ভ্যারিয়্যান্ট অত্যন্ত শক্তিশালী।’ এখনও পর্যন্ত ওমিক্রনের কোনও শক্তিশালী উপসর্গ সামনে আসেনি। ভ্যারিয়্যান্ট অত্যন্ত সংক্রামক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই ভ্যারিয়্যান্টের জেরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।
কেন্দ্র জানাচ্ছে, ‘দক্ষিণ আফ্রিকার বাইরেও বিভিন্ন দেশে ওমিক্রন ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। এই ভ্যারিয়্যান্টের যে ছবি সামনে এসেছে তাতে মনে করা হচ্ছে এই ভ্যারিয়্যান্ট আরও দেশে ছড়িয়ে পড়তে পারে, তার মধ্যে রয়েছে ভারতও। যেহেতু ভারতে দ্রুত গতিতে টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং ভারতে ডেল্টা ভ্যারিয়্যান্ট বিপুলভাবে ছড়িয়ে পড়েছিল তাই এই ভ্যারিয়্যান্টের প্রভাব অপেক্ষাকৃত কম পড়বে বলে মনে করা হচ্ছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা কম।
ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগের করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক, নিতে হবে করোনা টিকার দুটি ডোজ , সামাজিক দূরত্ব বজায় রাখা।’