দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নাগাল্যান্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সারা দেশেই উত্তেজনা তৈরি হয়েছে। প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছেন দেশের অনেক জনপ্রিয় নেতারা। এই প্রসঙ্গে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ টুইটে তিনি ঘটনায় নিহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এবার নিহতদের পরিবারের সাহায্যের জন্য ৫ জন সাংসদের একটি প্রতিনিধি দল পাঠাতে চলেছেন এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
আজ টুইটারে নাগাল্যান্ডের উদ্দেশ্যে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই প্রতিনিধি দলে রয়েছেন এই দলে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার এবং মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব। কিন্তু এই মুহূর্তে নাগাল্যান্ডের ঐ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তাই এখন ঐ এলাকায় গেলে সংসদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
প্রসঙ্গত, নাগাল্যান্ডের ঘটনা নিয়ে গতকাল টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লিখেছেন, “নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন এই ঘটনার বিস্তারিত তদন্ত হয় এবং আক্রান্তরা ন্যায়বিচার পান।” মুখ্যমন্ত্রীর এই টুইটের পরেই শাসকদলের তরফ থেকে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করা হল।