দিল্লী থেকে রাঁচীর দূরত্ব রেলপথে ৫৩৫ কিমি। আর এই দূরত্ব পারি দিলো ভারতের গর্ব রাজধানী এক্সপ্রেস। তবে এই যাত্রা একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। মাত্র একজন মহিলা যাত্রী নিয়ে রাজধানী এক্সপ্রেস পৌঁছায় রাঁচী।
এই রহস্যের মূলে রয়েছ একটি বিক্ষোভ। দিল্লী-রাঁচী রেলপথে রয়েছে তড়ি জংশন। সেই স্টেশনে গত ৩’রা সেপ্টেম্বর চলছিল “তানা ভগত বিক্ষোভ”। যে কারণে ডাল্টনগঞ্জ স্টেশনে রাজধানী এক্সপ্রেস কে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের মধ্যেও বিক্ষোভ জন্মায়, সেই সাথে জল ও খাবারের সমস্যাও তীব্র হয়।
যাত্রীদের এই অসুবিধা অনুভব করে জেলা প্রশাসন আটকে পড়া যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্যে বাসের ব্যবস্থা করেন। মোটামুটি ৯৯.৯% অর্থাত্ প্রায় ৯৩০ জন যাত্রীই ট্রেন থেকে নেমে বাসে করে ফিরে যেতে আগ্রহী হয় কিন্তু মাত্র একজন মহিলা ট্রেন থেকে নামতে চান না। তিনি বাকি ৩১০ কিমি রাস্তা ট্রেনেই যেতে চান।
সেই মহিলার নাম অনন্যা। যিনি বাসে যেতে অসম্মত হন। এই কারণেই শুধুমাত্র একজন মহিলা প্যাসেঞ্জার নিয়ে রাজধানী এক্সপ্রেসের সিদ্ধান্ত বদল করে বাকি ২২৫ কিমি রাস্তা পারি দিতে হয়।