দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৬ সাল থেকে ভারতে চালু হয়েছে পৃথিবীর সবচেয়ে কম খরচার ৪ জি ইন্টারনেট পরিষেবা। এখনও পর্যন্ত এত কম খরচায় ইন্টারনেট পরিষেবা কোনো দেশে চালু হয়নি। তবে ভারতীয়দের জন্য আরও একটি সুখবর। দেশে চালু হতে চলেছে জিও-র থেকেও কম খরচার ইন্টারনেট পরিষেবা। আর এই ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছেন ইলন মাস্কের সংস্থা স্টারলিংক।
এই প্রসঙ্গে স্টারলিংকের ভারতীয় শাখা জানিয়েছে, “কোন বড়োসড়ো বাধার সম্মুখীন না হলে, 2022 সালের 31 শে জানুয়ারির মধ্যেই আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি। আর তা একবার পেয়ে গেলেই, আমরা পরিষেবা প্রদান শুরু করে দেবো।তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করব না।”
আরও পড়ুন : মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, ফের দু-দিনের লকডাউন ঘোষণা করা হল মুম্বাইতে
আসলে বর্তমান সময় জিও সহ ভারতীয় টেলিকম সংস্থাগুলি নিজেদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। সেই কারণেই এবার বাজারে প্রবেশ করতে চলেছে নতুন প্রতিদ্বন্দ্বী। খুব শীঘ্রই জিওকে টক্কর দিয়ে ভারতীয় বাজারে আরও কম খরচের মধ্যে নতুন ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে স্টারলিংক।