দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে মানুষকে করোনার কালো ছায়ার মধ্যে বাস করতে হচ্ছে। নানান বিধিনিষেধ মেনেই এই সময় চলতে হয়েছে দেশ তথা সারা বিশ্বের অসংখ্য মানুষকে। যদিও এখন দেশে সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু তাও সকল কোভিড বিধি মেনে চলতে হচ্ছে দেশ বাসীকে। কিন্তু এই পরিস্থিতির আর বেশি দিন স্থায়ী হবে না দেশে এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
খুব শীঘ্রই সম্পূর্ণ ভাবে বিদায় নিতে পারে করোনা এই দাবি করেছেন বিশেষজ্ঞরা। এমনই এক মহামারী বিশেষজ্ঞ হচ্ছেন ডা: সুভাষ সালুঙ্ক। তিনি জানিয়েছেন, “সাধারণ মানুষ ২০২২ সালের জুন মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তবে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ ঘটে সেক্ষেত্রে তা গত কয়েকমাসের মধ্যে ডেল্টা ভ্যারিয়্যান্টের জায়গা দখল করে নেবে। এরফলে সাধারণ মানুষ হয়ত করোনায় আক্রান্ত হবেন। কিন্তু, এই সংক্রমণ ন্যাচারাল ভ্যাকসিন হিসেবে কাজ করবে।”
আরও পড়ুন : গত এক দশকে এই প্রথম, পাইকারি বাজারের দাম ছুঁল রেকর্ড উচ্চতায়
যদিও এই ধারণা সম্পূর্ণ ভাবে নিশ্চিত নয়। এই সংক্রমণ কমে গেলেও সকলকে মাস্ক পড়তে হবে ও কোভিড প্রোটকল মেনে চলতে হবে। অন্যদিকে ওমিক্রন কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেই নিয়েও সন্দেহ রয়েছে অনেকের মনে। সুতরাং যতদিন না এই নতুন প্রজাতির ভাইরাস নিয়ে সঠিক পর্যবেক্ষণের রিপোর্ট প্রকাশ পাচ্ছে ততদিন এই ধারণা সম্পূর্ণ নিয়ে নিশ্চিন্ত হওয়া সম্ভব নয়।