দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্বের মতোই ওমিক্রনের দাপট নিয়ে ভারতেও বাড়ছে আশঙ্কা। তবে দেশের করোনা পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে বেশ খানিকটা কমেছে আক্রান্তের সংখ্যা। ২০২০ সালের মার্চ মাসের পর আপাতত দেশের অ্যাকটিভ কেস সর্বনিম্ন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। আগের দিনের থেকে খানিকটা বেশি। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন।
সবচেয়ে বড় স্বস্তির খবর হল, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৬ হাজার ৪১৫ জন। যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।