দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সেই স্বাধীনতার পর থেকেই ভারত ও ভুটানের মধ্যে এক বন্ধুত্ত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। যতদিন এগোচ্ছে এই বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। সেই কারণেই এবার ভুটানের তরফ থেকে বড়ো সম্মান দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান দেওয়া হবে মোদীকে।
এই প্রসঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং জানিয়েছেন, “সময়ে-অসময়ে ভারত নিঃস্বার্থভাবে ভুটানের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বছরের পর বছর আমাদের সাহায্য করে গিয়েছেন, বিশেষ করে করোনা মহামারী পর্বে তাতে উনিই এই সম্মানের যোগ্য প্রাপক। সব দিক থেকেই আমি ওঁকে একজন বিখ্যাত এবং আধ্যাত্মিক মানুষ বলে মনে করি।”
আরও পড়ুন : পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা হবে দীঘায়, ঘোষণা রাজ্য সরকারের
প্রসঙ্গত, এবছর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল ভুটানে। সেই বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। তাছাড়াও ভুটান সীমান্তে চিনা সেনাবাহিনীর অগ্ৰাসনের সময় ভারতীয় সেনাবাহিনীর জন্যেই মদতেই চিনা সেনাকে সীমান্ত সরানো সম্ভব হয়েছিল। এই সকল সাহায্যের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েছে ভুটান।