দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যের জন্য সুখবর! প্রাথমিক সাক্ষরতায় গোটা দেশে নজির করল বাংলা। ‘ফাউন্ডেশনাল লিটারেসি ইনডেক্স’-র সাম্প্রতিক গবেষণায় উঠে এল নয়া তথ্য। বড় রাজ্য গুলির মধ্যে শীর্ষে বঙ্গ। তালিকার শেষে স্থান পেয়েছে বিহার। ছোট রাজ্যগুলির মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিল কেরল। টুইট করে রাজ্যের শিক্ষক ও অভিভাবকদের অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাকালে প্রায় দেড় বছরের জন্য বন্ধ ছিল স্কুল-কলেজ সবই। থমকে গিয়েছিল শিক্ষাব্যবস্থা। অনলাইন ক্লাসের কার্যকারিতার সুফল সব পড়ুয়ারা ভোগ করতে পেরেছে এমন নয়। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে কেন্দ্রের এই ঘোষণা সুখবর বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। দশ বছরের কম বয়স্ক শিশুদের প্রাথমিক সাক্ষরতায় বড় রাজ্য গুলির তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ ও সবচেয়ে পিছনে রয়েছে বিহার। ছোট রাজ্য গুলির তালিকায় শীর্ষে রয়েছে কেরল ও সবচেয়ে পিছনে ঝাড়খণ্ড।
রাজ্যের এই সাফল্যে টুইট করে শিক্ষক ও অভিভাবকদের অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, “বাংলার জন্য দারুণ খবর ! বড় রাজ্যগুলির তালিকায় শীর্ষস্থানে থাকা বঙ্গের প্রাপ্ত পয়েন্ট ৫৮.৯৫ এবং ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে থাকা কেরলের প্রাপ্ত পয়েন্ট ৬৭.৯৫।