দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
এয়ার ইন্ডিয়াকে নিয়ে টাটা গোষ্ঠীর পরিকল্পনা এগোচ্ছে। দেড় বছর ধরে কথা চলার পর দু’মাস আগে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে পাকাপাকি ভাবে রতন টাটার হাতে ফিরে এসেছে দেশের প্রথম সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। যদিও বেশ কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে।আগামী বছরের জানুয়ারির মধ্যে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার টাটা গোষ্ঠীর হাতে চলে আসবে। হাতে সময় বেশি নেই।
টাটার এয়ার ইন্ডিয়া পরিচালনার চাবিকাঠি থাকব ফ্রেড রিডের হাতে। রিডই হতে চলেছেন এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার। অন্তত সাড়ে তিন দশকের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন রিড। তিনি জার্মান এয়ারলাইন্স লুফৎহানসা-র প্রেসিডেন্ট থেকেছেন। ডেল্টা এয়ারলাইন্সের চিফ অপারেটিং অফিসার পদেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে সার্ফ এয়ার মবিলিটির প্রেসিডেন্ট রিড টাটা গোষ্ঠীতে নতুন নন। তাজ গ্রুপ অব হোটেলস-র সঙ্গে রিড যুক্ত ছিলেন।
সূত্রের খবর, টাটা গোষ্ঠী ফ্রেড রিডের তত্ত্বাবধানে একটি ‘১০০ দিনের পরিকল্পনা’ গ্রহণ করেছে। ২০২২-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ টাটা সন্সের হাতে চলে আসবে বলে সরকারি মহলের দাবি। নিজেদের দিক থেকে সম্পূর্ণ তৈরি ও প্রস্তুত থাকা যায়, তার জন্য কোনও সুযোগ হাতছাড়া করতে রাজি নয় টাটা সন্স।