দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারতে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও পিছু ছাড়ছে না উদ্বেগ। ফাইজারের তিনটি ডোজ নিয়েও এবার ওমিক্রনে সংক্রমিত হলেন নিউ ইয়র্ক থেকে মুম্বই ফেরত এক ব্যক্তি।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। যে সংখ্যা গতকালের তুলনায় খানিকটা কম। তবে দেশবাসীকে নতুন করে চিন্তায় ফেলছে ওমিক্রন। ইতিমধ্যেই ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে নয়া এই স্ট্রেন।
মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ জন। প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৪ হাজার ৫৬৫ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৭১ হাজার ৪৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৭০৬ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।