দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওড়িশার উপকূলে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ভারত। সরকারি কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। অগ্নি-পি অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্মের উন্নত রূপ। ১ থেকে ২ হাজার কিলোমিটারের মধ্য পাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র। এটি ছিল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষা। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে সকাল ১১টায় পরীক্ষাটি করা হয়। মিসাইল নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, সঠিক ভাবে মিশনের সমস্ত উদ্দেশ্য পূরণ করে।’
অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন অগ্নি ৩-এর থেকে ৫০ শতাংশ কম এবং এটি রেল ও সড়ক থেকে উৎক্ষেপণ করা যায়। দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায় ও অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে গোটা দেশের যেকোনও স্থানে নিয়ে যাওয়া যায়।
এএনআই-র প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষার সময় পরমাণু সক্ষম কৌশল গত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমে নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই-র প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিসাইল পরীক্ষাটি উচ্চ স্তরের ছিল। সঠিক ভাবে তার মিশনের সমস্ত উদ্দেশ্য পূরণ করেছে।’ ২৮ জুন একই স্থানে প্রথম পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়।