দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোভিশিল্ড নির্মাতা পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভোভ্যাক্স’কে স্বীকৃতি দিল WHO। টুইট করে এই সুখবর জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। মার্কিন ওষুধ সংস্থা ‘নোভোভ্যাক্স’ এর সঙ্গে হাত মিলিয়ে ‘কোভোভ্যাক্স’ নামে করোনার নতুন টিকা তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট। সম্প্রতি ওই টিকার স্বীকৃতি পেতে WHO-র কাছে আবেদন জানানো হয়েছিল।
টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথি খতিয়ে দেখার পরে জরুরি ব্যবহারের জন্য ‘কোভোভ্যাক্স’কে অনুমোদন দেয় বিশ্বের স্বাস্থ্য বিষয়ক নিয়ামক সংস্থা। বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোভোভ্যাক্স সংক্রান্ত নথি পরীক্ষার পরে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, করোনার প্রতিষেধক হিসেবে টিকাটি যথেষ্টই কার্যকর এবং যথেষ্টই নিরাপদ। তাই বিশ্বব্যাপী টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল।’
সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা টুইট বার্তায় বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও একটি মাইলফলক ছুঁলাম। কোভোভ্যাক্সকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভোভ্যাক্সের কার্যকারিতা ও নিরাপত্তা দুর্দান্ত।
যদিও দেশের বাজারে কবে কোভোভ্যাক্স পাওয়া যাবে কিছু জানাতে রাজি হননি সেরাম কর্ণধার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, কোভোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় দেশে বুস্টার ডোজ চালুর ক্ষেত্রে অনেকটা বাধা কাটল।