দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কাশ্মীরে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা কমাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। জঙ্গিদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সেরকম আজও পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। এই গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি।
এই ঘটনাটি ঘটেছে শ্রীনগরের হারওয়ান অঞ্চলে। হঠাৎ সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। যদিও ঐ জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারনা এখনও ঐ এলাকায় বাকি জঙ্গিরা লুকিয়ে আছে। তাই পুরো এলাকাটিকেই ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী।
আরও পড়ুন : ফের মোদীকে বিঁধলেন পরমব্রত, মোদীর বিকল্প হিসেবে মমতাকেই দেখতে চান তিনি
প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। বেশ কয়েক মাস ধরেই ভূস্বর্গে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠীগুলো। তাই কাশ্মীর থেকে জঙ্গি সমস্যা সম্পূর্ণ ভাবে শেষ করতেই সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে কাশ্মীরে।