দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পৌষের শুরুতে কনকনে ঠাণ্ডা। রাজ্যে হু হু করে পতন হচ্ছে পারদের। প্রতিদিনই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে শীত। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি বছরের শীত রেকর্ড ভাঙবেই। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে। অবাধ উত্তর-পশ্চিমের হাওয়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি মঙ্গলবারের মধ্যেই। কলকাতায় পারদ পতন যতটা হয়েছে গ্রাম বাংলায় আরও দ্রুত পতন হয়েছে।
বড়দিনেও আরও ঠাণ্ডা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের আবহাওয়া মুক্ত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গে একই চিত্র দেখা যাবে বলেই জানা গিয়েছে।